menu-iconlogo
huatong
huatong
avatar

Chokheri Jole Lekha Koto je

আসিফ আকবরhuatong
pjbgoldhuatong
Paroles
Enregistrements

শিল্পী: আসিফ আকবর

গান চোঁখেরই জলে লেখা

.................

চোঁখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝড়ে পড়ে প্রতিদিনই

তোমারি নামে

চোঁখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝড়ে পড়ে প্রতিদিনই

তোমারি নামে

যেদিন চোঁখের জল

শুকিয়ে যাবে

মনে রেখো সেদিন আমার

মরণ হবে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝড়ে পড়ে প্রতিদিনই

তোমারি নামে

Follow me

ভুলে যদি যাও তুমি

এই আমাকে

পারবেনা ভুলে যেতে

স্মৃতি গুলোকে

অপেক্ষা করুন

ও ভুলে যদি যাও তুমি

এই আমাকে

পারবেনা ভুলে যেতে

স্মৃতি গুলোকে

সব কিছু এখানেই

জানি পড়ে রবে

ধুঁকে ধুঁকে জীবনটাকে

পাড়ি দিতে হবে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝড়ে পড়ে প্রতিদিনই

তোমারি নামে

isratjahan123

কষ্টরা জমা হয়

কাঁদে দিনরাত্রি

নিরব রাতের সাথে

আমি একা যাত্রি

অপেক্ষা করুন

হো কষ্টরা জমা হয়

কাঁদে দিনরাত্রি

নিরব রাতের সাথে

আমি একা যাত্রি

আঁধার এখন আমার

বড় ভালো লাগে

মনে হয় কে যেনো

পিছু থেকে ডাকছে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝড়ে পড়ে প্রতিদিনই

তোমারি নামে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝড়ে পড়ে প্রতিদিনই

তোমারি নামে

যেদিন চোঁখের জল

শুকিয়ে যাবে

মনে রেখো সেদিন আমার

মরণ হবে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝড়ে পড়ে প্রতিদিনই

তোমারি নামে

ধন্যবাদ সবাইকে

Report copyright infringement

Download Sing! by

Available on the Appstore

Davantage de আসিফ আকবর

Voir toutlogo

Vous Pourriez Aimer