আকাশে চাঁদ উঠেছে
বাগানে ফুল ফুটেছে
ফাগুন হাওয়া বয়ে যায়
উদাসী মন হয়ে যায়
ও বন্ধু বলো না তুমি কই
আকাশে চাঁদ উঠেছে
বাগানে ফুল ফুটেছে
ফাগুন হাওয়া বয়ে যায়
উদাসী মন হয়ে যায়
ও বন্ধু বলো না তুমি কই
তুমি কই কই গো কই
তুমি কই কই গো কই
চোখে কাজল এঁকেছি
কপালে টিপ পড়েছি
রাঙা আমার দুটি ঠোট আরো রাঙা করেছি
চোখে কাজল এঁকেছি,
কপালে টিপ পড়েছি
রাঙা আমার দুটি ঠোট আরো রাঙা করেছি
হো একেলা,কিভাবে আমি রই
আকাশে চাঁদ উঠেছে
বাগানে ফুল ফুটেছে
ফাগুন হাওয়া বয়ে যায়
উদাসী মন হয়ে যায়
ও বন্ধু বলো না তুমি কই
তুমি কই কই গো কই
তুমি কই কই গো ক ই
দেবো উজাড় করে ফুল
তোমার দুটি চরণে
বসেছি প্রার্থনাতে শুধু তোমার স্মরণে
দেবো উজাড় করে ফুল
তোমার দুটি চরণে
বসেছি প্রার্থনাতে শুধু তোমার স্মরণে
হো একেলা,কিভাবে আমি রই
আকাশে চাঁদ উঠেছে
বাগানে ফুল ফুটেছে
ফাগুন হাওয়া বয়ে যায়
উদাসী মন হয়ে যায়
ও বন্ধু বলো না তুমি কই
আকাশে চাঁদ উঠেছে
বাগানে ফুল ফুটেছে
ফাগুন হাওয়া বয়ে যায়
উদাসী মন হয়ে যায়
ও বন্ধু বলো না তুমি কই
তুমি কই কই গো কই
তুমি কই কই গো কই