menu-iconlogo
huatong
huatong
avatar

দুঃখ দিয়ে যদি এত সুখ পাও

শিল্পীঃ এন্ড্রু কিশোরhuatong
☞𓅓Rukjoy𓅔🇧🇩🅰🆂🅿huatong
Paroles
Enregistrements
দুঃখ দিয়ে যদি এতো সুখ পাও - এন্ড্রু কিশোর

Published by

AK Rokjoy ?

Lyrics

Recordings

দুঃখ দিয়ে যদি এত সুখ পাও,,,

<==========><==========>

দুঃখ দিয়ে যদি এত সুখ পাও

আরও দুঃখ দাও আমাকে

তবু ভুলে যেতে পারবো না আমি তোমাকে

তবু ভুলে যেতে পারবো না আমি তোমাকে

দুঃখ দিয়ে যদি এত সুখ পাও,,,

এই গানটি আপলোড করেছেন

AK Rokjoy hassin

এ এস পি ফ্যামিলির পক্ষ থেকে আমাদের

সকলকে শুভেচ্ছা ও স্বাগতম

«»«»«»«»«»«»«»«»«»«»«»«»

জীবনের চেয়ে বেশি, তোমাকে ভালোবাসি

এ ভালোবাসায় ক্ষয় ধরবে না

আমি মরে যাবো, শুধু বলে যাবো

এ ভালোবাসা কভু মরবে না

যতদিন বাঁচি, তোমারি তো আছি

ঘৃণা যত করো আমাকে

তবু ভুলে যেতে পারবো না আমি তোমাকে

তবু ভুলে যেতে পারবো না আমি তোমাকে

দুঃখ দিয়ে যদি এত সুখ পাও,,,

»»»»»» গানটি আপলোড করেছেন

এ কে রুখ জয় হাসান««««««

এএসপি ফ্যামিলির পক্ষ থেকে

আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগ তম

==========================

না বুঝে মনের কথা, সবাই তো দেয় ব্যথা

করে যে জীবনটাকে শুন্য

তুমি মনে রাখো, যেখানেই থাকো

তুমি শুধু আমারি জন্য

যত অপরাধে যত অপবাদে

যত দূরে রাখো আমাকে

তবু ভুলে যেতে পারবো না আমি তোমাকে

তবু ভুলে যেতে পারবো না আমি তোমাকে

দুঃখ দিয়ে যদি এত সুখ পাও

আরও দুঃখ দাও আমাকে

তবু ভুলে যেতে পারবো না আমি তোমাকে

তবু ভুলে যেতে পারবো না আমি তোমাকে..

.

? আল্লাহ হাফেজ?

Davantage de শিল্পীঃ এন্ড্রু কিশোর

Voir toutlogo

Vous Pourriez Aimer