menu-iconlogo
huatong
huatong
arati-mukherjee-na-bole-esechhi-cover-image

na bole esechhi

Arati Mukherjeehuatong
Dipayan🎉huatong
Paroles
Enregistrements
না বলে এসেছি, তা বলে ভেবো না

না বলে বিদায় নেবো,

চলে যাই যদি, যেন হই নদী

সাগরে হারিয়ে যাবো।

না বলে এসেছি, তা বলে ভেবো না

না বলে বিদায় নেবো,

চলে যাই যদি, যেন হই নদী

সাগরে হারিয়ে যাবো।

অন্ধ আবেগে বলতে চেয়েছি

হয় নি যে কথা বলা

কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল

হয় নি সে পথে চলা।

অন্ধ আবেগে বলতে চেয়েছি

হয় নি যে কথা বলা

কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল

হয় নি সে পথে চলা।

এই নির্জনে নয়নে নয়নে

প্রেমের কবিতা ভাবো,

চলে যাই যদি, যেন হই নদী

সাগরে হারিয়ে যাবো।

না বলে এসেছি, তা বলে ভেবো না

না বলে বিদায় নেবো,

চলে যাই যদি, যেন হই নদী

সাগরে হারিয়ে যাবো।

তোমাকে দেখার লুকানো আশায়

অঙ্গে গোধূলি ভরা,

শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া

হৃদয় নৃত্য করা।

তোমাকে দেখার লুকানো আশায়

অঙ্গে গোধূলি ভরা,

শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া

হৃদয় নৃত্য করা।

লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে

জাগতে পারে নি কুঁড়ি,

লক্ষ মরণে মরতে চেয়েছি,

সয় নি সে লুকোচুরি।

লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে

জাগতে পারে নি কুঁড়ি,

লক্ষ মরণে মরতে চেয়েছি,

সয় নি সে লুকোচুরি।

আজ এইক্ষণে বুঝিনি গোপনে

নিজেকে আবার পাব।

চলে যাই যদি, যেন হই নদী

সাগরে হারিয়ে যাবো।

না বলে এসেছি, তা বলে ভেবো না

না বলে বিদায় নেব,

চলে যাই যদি, যেন হই নদী

সাগরে হারিয়ে যাব।

Davantage de Arati Mukherjee

Voir toutlogo

Vous Pourriez Aimer