তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।
তোমাকে খুজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুজে ঐ মিষ্টি বাতাসে।
ও ও তোমায় ভালোবাসি আমি ভালোবাসি
পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে
পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন
থাকবো সারা জনম ধরে।
খুজে খুজে দু চোখ বুঝে
পাই তোমায় আরো কাছে
একই ডোরে বাধা দুজন
থাকবো সারা জনম ধরে