বাতাসে কান পেতে থাকি..
এই বুঝি ডাকছো তুমি...
আকাশে চোখ মেলে থাকি..
এই বুঝি পাঠালে চিঠি..
একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
একবার বলি,বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
তোমায় ছাড়া জীবন আমার,
জীবন সেতো নয়....
তোমায় নিয়ে
অনন্তকাল বাঁচতে ইচ্ছে হয়
তোমায় ছাড়া জীবন আমার,
জীবন সেতো নয়....
ও তোমায় নিয়ে
অনন্তকাল বাঁচতে ইচ্ছে হয়
তোমারি জন্য রেখেছি খুলে সপ্নেরই দুয়ার
একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
হৃদয়েরই পাতায় পাতায়
তোমারি নাম লিখা...
তুমি ছাড়া,পৃথিবীটা
ভীষণ একলা একা..
হুম হৃদয়েরই পাতায় পাতায়
তোমারি নাম লিখা....
তুমি ছাড়া,পৃথিবীটা,ভীষণ একলা একা
তোমারি জন্য রেখেছি খুলে সপ্নেরই দুয়ার
একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
বাতাসে কান পেতে থাকি..
এই বুঝি ডাকছো তুমি...
আকাশে চোখ মেলে থাকি..
এই বুঝি পাঠালে চিঠি..
একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
একবার বলি,বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
একবার বলি,বারবার বলি, লি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার