(M) বলোনা কোথায় তুমি,
এবুকে আছো কোন পাশে?
(F) বলোনা কোথায় তুমি,
আছো কি মিশে নিঃশ্বাসে?
(M) মনের ঘরে যতন করে
তোমায় রেখেছি আপন করে।
(F) ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।
(M) ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।
From Jhenaidah
হাইরে ভালোবাসা