menu-iconlogo
huatong
huatong
avatar

Na Bola Valobasha - না বলা ভালোবাসা

Arfin Rumeyhuatong
⭐️forhad99⭐️BDSS⭐️huatong
Paroles
Enregistrements
F}মাঝে মাঝে স্বপ্ন দেখে অবাক কোনো রাতে

মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে

M}ও মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হায়

মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়

F}তুমি আমার না বলা ভালোবাসা

M}এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

F}তুমি আমার না বলা ভালোবাসা

M}এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

#forhad99

F}মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে

মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাঁটে

M}মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে

ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাঁটে

F}তুমি আমার না বলা ভালোবাসা

M}এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

F}তুমি আমার না বলা ভালোবাসা

M}এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

F}মাঝে মাঝে যাই যে ভুলে ভালোবাসার মানে

মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছুটানে

M}মাঝে মাঝে যাই যে ভুলে ভালোবাসার মানে

ও মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছুটানে

F}তুমি আমার না বলা ভালোবাসা

M}এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

F}তুমি আমার না বলা ভালোবাসা

M}এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

Davantage de Arfin Rumey

Voir toutlogo

Vous Pourriez Aimer

Na Bola Valobasha - না বলা ভালোবাসা par Arfin Rumey - Paroles et Couvertures