menu-iconlogo
logo

Poloke Poloke

logo
Paroles
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু

কমিয়ে নিবেন।

ছেলেঃ] পলকে, পলকে, কি যে হলো হুম--।

দুটি হৃদয়, ভেসে গেলো হুম-আ- হা--

মেয়েঃ] পলকে, পলকে, কি যে হলো হুম--।

দুটি হৃদয়, ভেসে গেলো হুম-আ--

ছেলেঃ] ও পাজর ছুঁয়ে অবুঝ নদী।

ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিলো।

মেয়েঃ] মনের ভেতর মন নামিয়ে।

স্বপ্ন বুনি চলো।

ছেলেঃ] ও পাজর ছুঁয়ে অবুঝ নদী।

ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিলো।

মেয়েঃ] মনের ভেতর মন নামিয়ে ।

স্বপ্ন বুনি চলো।

ছেলেঃ] হুম একটা পলক, তুমি হলে আড়াল।

মনে হয় দেখিনাই অন্তকাল।

মেয়েঃ] মনের ভেতর, করে কেমন কেমন।

রাত শেষে আসেনা যেনো সকাল।

ছেলেঃ] চলো দুজন হৃদয় খুলে।

হয়ে যাই এলো মেলো ও ।

ও পাজর ছুঁয়ে অবুঝ নদী।

ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিলো।

মেয়েঃ] মনের ভেতর মন নামিয়ে ।

স্বপ্ন বুনি চলো।

ছেলেঃ] পাজর ছুঁয়ে অবুঝ নদী।

ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিলো।

মেয়েঃ] মনের ভেতর মন নামিয়ে।

স্বপ্ন বুনি চলো।

ছেলেঃ] মনটা ছুঁয়ে তুমি সুনীল আকাশ।

যেখানে শুধু তোমার বসবাস।

মেয়েঃ] বুকের ভেতরে তোমার আসন।

জুড়ে আছো সবটা নিঃশ্বাস।

ছেলেঃ] তোমায় ছাড়া একজীবনে।

যায় কি বাঁচা বলো।

ও পাজর ছুঁয়ে অবুঝ নদী।

ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিলো।

মেয়েঃ] মনের ভেতর মন নামিয়ে ।

স্বপ্ন বুনি চলো।

ছেলেঃ] পাজর ছুঁয়ে অবুঝ নদী।

ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিলো।

মেয়েঃ] মনের ভেতর মন নামিয়ে।

স্বপ্ন বুনি চলো।