menu-iconlogo
logo

Tumi Hina

logo
Paroles
কেউ কপি আপলোড করবেননা

স্মুলের পরিবেশ সুন্দর রাখুন

গান শেষে লাইক দিবেন প্লিজ

তুমি হীনা ঐ চাঁদ আর ভাল লাগে না

তুমি হীনা আবেগী চোখ স্বপ্ন দেখে না

দিবানিশী এ মন বলে যায় সারাক্ষণ

তুমি আমার সব সাধনা ...

তুমি ছাড়া ঐ আকাশ মন কাড়ে না

তুমি ছাড়া কেউ তো আর ভালবাসেনা

গান শেষে লাইক দিবেন যদি

মিউজিক ভালো লাগে

ওরিজিনাল HD গান

চোখ আমার হয় এমন কেন যে জানিনা

তুমি ছাড়া কিছু দেখি না ......

জোৎস্না দেয় আড়ি হারায় চাঁদ মেঘে

জোনাকিরা আলো দেয় না

তাতে কিছু আসে যায় না .....

তুমি হীনা ঐ চাঁদ আর ভাল লাগে না

তুমি হীনা আবেগী চোখ স্বপ্ন দেখে না

মন আমার করে কেমন কিছু যে বুঝি না

সারা বেলা তুমি বন্দনা

যাক না সব দুরে বাড়াও হাত তুমি

তুমি ছাড়া কিছু চাই না

মন জুড়ে তুমি আরাধনা ..

তুমি হীনা ঐ চাঁদ আর ভাল লাগে না

তুমি হীনা আবেগী চোখ স্বপ্ন দেখে না

দিবানিশী এই মন বলে যায় সারাক্ষণ

তুমি আমার সব সাধনা ...

তুমি ছাড়া ঐ আকাশ মন কাড়ে না

তুমি ছাড়া কেউ তো আর ভালবাসেনা

ধন্যবাদ গান শেষে লাইক

Tumi Hina par Arfin Rumey - Paroles et Couvertures