menu-iconlogo
logo

বাজি

logo
avatar
Bappalogo
Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓlogo
Chanter dans l’Appli
Paroles
তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

সম্ভাবনার এপিঠ-ওপিঠ, শেষ মুদ্রায় রাজী

কার ঘরে যায় করতালি পুড়ছে আলোর বাজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

===================

কার ঘরে দান ছুটছে ঘোড়ায়

দেখো হৈ উল্লাসে গ্যালারী

পড়ছে ফেঁটে চিল-চিৎকার

মন জুয়ারীর বাড়ি

পাশার দান যাক না ঘুরে কালকে না হয় আজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

===================

তুমি প্রথম বলিনা এমন, শেষ হতে পারো কি

তাই নিয়েছি শেষ বিকেলে, নিঃস্ব হওয়ার ঝুঁকি

শেষ বিকেলের একরোখা জেদ, আশার ঘরে বাঁচি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

সম্ভাবনার এপিঠ-ওপিঠ, শেষ মুদ্রায় রাজী

কার ঘরে যায় করতালি পুড়ছে আলোর বাজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

বাজি par Bappa - Paroles et Couvertures