menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui-shoya-chan-pakhi-cover-image

সুয়াচান পাখি Shoya Chan Pakhi

Bari Siddiquihuatong
drepanumhuatong
Paroles
Enregistrements
সুয়াচান পাখি আমার সুয়াচান পাখ

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি....

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি

আজি কেন হইলে নীরব

মেলো দুটি আখি রে পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি..

বুলবুলি আর তোতা, ময়না

কত নামে ডাকি তোরে কত নামে ডাকি

শিকল কেটে চলে গেলে....

কারে লইয়া থাকি রে পাখ

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি..

তোমার আমার এই পিরিতি চন্দ্র সুর্য সাক্ষী

তোমার আমার এই পিরিতি চন্দ্র সুর্য সাক্ষী

হঠাৎ করে চলে গেলে বুঝলামনা চালাকিরে পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

সুয়াচান পাখি আমার সুয়াচান পাখ

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

Davantage de Bari Siddiqui

Voir toutlogo

Vous Pourriez Aimer