গানের স্বরলিপি পরিবার
ইসমুলের পরিবেস সুন্দর রাখার
দায়িক্ত আপনার আমার সবার৷
ও হে শ্যাম ত
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দিবো
বাগিচার ফুল তুমি
তুলিয়া আইনাছি আমি
মালা গেঁথে গলায় পড়িবো
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম…
গানে লাইক কমেন্ট করে পাশে থাকবেন
গানের স্বরলিপি পরিবার
হেহেহে..হেহে..
ওওওও..ওহহ
বুকের মাঝে লুকাইয়িয়া রাখে মুক্তা ঝিনুক
এই বুকে লুকানো তুমি জগতের লোক জানুক
হো..বুকের মাঝে লুকাইয়িয়া
রাখে মুক্তা ঝিনুক
এই বুকে লুকানো তুমি জগতের লোক জানুক
আকাশেরও চাঁদ তুমি
ধরিয়া আইনাছি আমি
সারা অঙ্গেতে মাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম…
নতুন নতুন গান পেতে আমার সংবুক দেখুন
গানের স্বরলিপি পরিবার
সুভাসও মিশিয়া থাকে পাঁপড়ির ভাজে ভাজে
তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে
ও… সুভাসও মিশিয়া থাকে পাঁপড়ির ভাজে ভাজে
তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে
সাত রাজার ধন তুমি
খুঁজিয়া পাইয়াছি আমি
মনের মনি কোঠায় রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম…
গানের স্বরলিপি পরিবার
যে কোনো গানের রিকুয়েষ্ট থাকলে বলবেন
সবাইকে অনেক ধন্যবাদ