menu-iconlogo
huatong
huatong
Paroles
Enregistrements
বল কি করে হলো রে এমন?

সব ব্যথা তুই ছুঁলে সেরেছে

বল কি করে আজ কি করে এই মন

সব কথা তোর কাছে বলেছে

চাইছি না, চাইবো না তুই ছাড়া কিছু আর

মায়াবী(মায়াবী), মায়াবী(মায়াবী)

চোখে তোর ডুবেছি

মায়াবী(মায়াবী), ও মায়াবী(মায়াবী)

প্রেমে তোর মরেছি

অগোছালো আমার এই জীবনটা

দিয়ে যা দিয়ে যা না তুই গুছিয়ে

ছাড়বো সব তোরই এক ইশারায়

পারবো না থাকতে তোর না হয়ে

হো, কবে তুই আমার হবি?

আমাকে নিয়ে নিবি জোর করে তোর করে

বল না আমায়?

মায়াবী(মায়াবী), মায়াবী(মায়াবী)

চোখে তোর ডুবেছি

মায়াবী(মায়াবী), ও মায়াবী(মায়াবী)

প্রেমে তোর মরেছি

হয়েছি আমি তোর যে কখন

পড়ে না পড়ে না রে মনে

ঢেউ হয়ে তোর চোখের সাহারায়

চাইবো এ তোর প্রাণের গোপনে

হো, কবে তুই আমার হবি?

আমাকে নিয়ে নিবি জোর করে তোর করে

বল না আমায়?

মায়াবী(মায়াবী), মায়াবী(মায়াবী)

চোখে তোর ডুবেছি

মায়াবী(মায়াবী), ও মায়াবী(মায়াবী)

প্রেমে তোর মরেছি

Davantage de Imran Mahmudul/konal/Rathijit Bhattacharjee

Voir toutlogo

Vous Pourriez Aimer