menu-iconlogo
logo

আরে ও প্রানের রাজা

logo
Paroles
আরে ও প্রাণের রাজা

তুমি যে আমার..

পাশে পাশে থেকো মোর

চাই না কিছু আর ।

আরে ও আমার রাণী

আমি যে তুমার..

তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর

আরে ও প্রাণের রাজা

তুমি যে আমার..

পাশে পাশে থেকো মোর

চাই না কিছু আর ।

এই বলো তো,

কেনো আকাশ এত নীল

তোর নীল শাড়ী সে পড়েছে

আছঁল ঢেকে পড়েছে

আচ্ছা

কেনো ফুলে এতো রুপ

তোর রুপ চুরি সে করেছে

লাজে ঢলে পড়েছে

হায় হায় তোর কথার যাদুতে

আমি মেনেছি যে হার

আরে ও আমার রাণী

আমি যে তুমার..

তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর

এই বলো তো,

তোর চোখে আছে কি

তোর সপ্নো কাজল মেখেছি

ছবি একেঁ রেখেছি ।

আচ্ছা,

কোথা পেলি এতো প্রেম

তোর মনের ছোঁয়া পেয়েছি

তাই তো ভালো বেসেছি

হোই হোই,মোরা হেসে খেলে পথ

দুজনে হবো পার

আরে ও প্রাণের রাজা

তুমি যে আমার..

পাশে পাশে থেকো মোর

চাই না কিছু আর ।

আরে ও আমার রাণী

আমি যে তুমার..

তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর

আরে ও প্রাণের রাজা

আরে ও আমার রাণী

আরে ও প্রাণের রাজা

আরে ও আমার রাণী

সবাইকে ধন্যবাদ