বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতো টা তোমায় ভালবাসি
চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়
তোমারি কাছেই ফিরে আসি
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্তি বলো না কেউ কি প্রেমহীনা কখনও বাঁচে
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্তি বলো না কেউ কি প্রেমহীনা কখনও বাঁচে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতো টা তোমায় ভালবাসি