menu-iconlogo
huatong
huatong
avatar

Allah Tumi Oporup

Islamic Songhuatong
iou920188huatong
Paroles
Enregistrements

আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর

তোমায় আমি সপেছি প্রাণ,সপেছি এই অন্তর

আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর

তোমায় আমি সপেছি প্রাণ,সপেছি এই অন্তর

আল্লাহ তুমি অপরূপ ,,

তোমার আলো ছড়িয়ে পড়ে

সুন্দর এই পৃথিবীতে

চাদ সুরুজ জেগে উঠে,

তোমার ডাকে সাড়া দিতে

তোমার আলো ছড়িয়ে পড়ে

সুন্দর এই পৃথিবীতে

চাদ সুরুজ জেগে উঠে

তোমার ডাকে সাড়া দিতে

তুমি আছো বুকের গভীর গহিন ভেতর,,

আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর

তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর

আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর

তোমায় আমি সপেছি প্রাণ,সপেছি এই অন্তর

আল্লাহ তুমি অপরূপ ,,

এই দুনিয়ার মালিক তুমি

তুমি মেহের বান

বৃক্ষ লতা সাগর নদী

সবি তোমার দান

এই দুনিয়ার মালিক তুমি

তুমি মেহের বান

বৃক্ষ লতা সাগর নদী

সবি তোমার দান

তোমার পথে চলি যেন,সারাটি জীবন ভর

আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর

তোমায় আমি সপেছি প্রাণ,সপেছি এই অন্তর

আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর

তোমায় আমি সপেছি প্রাণ,সপেছি এই অন্তর

আল্লাহ তুমি অপরূপ ,,

ধন্যবাদ

Davantage de Islamic Song

Voir toutlogo

Vous Pourriez Aimer

Allah Tumi Oporup par Islamic Song - Paroles et Couvertures