menu-iconlogo
huatong
huatong
avatar

Mone boro asha

Islamic Songhuatong
natalie_ashehuatong
Paroles
Enregistrements

By

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

সালাম আমি করবো গিয়ে

সালাম আমি করবো গিয়ে

নবীরও রাওজায় ….

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

By

আরোব সাগর পারি দেবো নাই যে আমার তরী

পাখী নয়তো উড়ে যাবো ডানাতে ভর করি

আরোব সাগর পারি দেবো নাই যে আমার তরী

পাখী নয়তো উড়ে যাবো ডানাতে ভর করি

আশা আছে সম্বলও নাই

আশা আছে সম্বলও নাই

করি কি উপায়.......

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

By

কাফেলাতে কে যাও তুমি

কে যাও বাইয়া তরী

আমায় যাওনা ও ভাই সংগে লইয়া

খানিক ক্রিপা করি…

আমায় যদি সংগে না নাও নবীর মদিনায়

আমার সালাম দিও ভাইরে মদিনার বাদসায়

আমায় যদি সংগে না নাও নবীর মদিনায়

আমার সালাম দিও ভাইরে মদিনার বাদসায়

আমার হইয়া কান্দিয়ো ভাইরে

আমার হইয়া কান্দিয়ো ভাইরে

নবীরও রাওজায়.....

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

সালাম আমি করবো গিয়ে

সালাম আমি করবো গিয়ে

নবীরও রাওজায় ….

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

মনে বড় আশা ছিলো যাবো মদিনা

By

Dhonnobad ,,

Davantage de Islamic Song

Voir toutlogo

Vous Pourriez Aimer

Mone boro asha par Islamic Song - Paroles et Couvertures