menu-iconlogo
huatong
huatong
avatar

এক নদী রক্ত পেরিয়ে

Jaima Noorhuatong
Hamid___🆆🅴huatong
Paroles
Enregistrements
এক নদী রক্ত পেরিয়ে

বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা

তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।

না না না শোধ হবে না।

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের

জীবনের সন্ধান আনলে যারা

সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না

না না না ম্লান হবে না।।

হয়ত বা ইতিহাসে তোমাদের না..ম লেখা রবে না....

হয়ত বা ইতিহাসে তোমাদের

না..ম লেখা রবে না...

বড় বড় লোকেদের ভীড়ে..

জ্ঞানী আর গুনীদের আসরে..

তোমাদের কথা কেউ কবে না

তবু হে বিজয়ী বীর, মুক্তিসেনা

তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।

না না না শোধ হবে না।।

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে..

জীবনের দীন..তা, হীনতা নিয়ে..এ.এ

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে..

জীবনের দীন..তা, হীনতা নিয়ে

তোমাদের কথা রবে, সাধারণ মানুষের ভীড়ে...

তোমাদের কথা রবে, সাধারণ মানুষের ভীড়ে...

মাঠে মাঠে কিষাণের মুখে..

ঘরে ঘরে কিষাণীর বুকে..

স্মৃতি বেদনার আঁখি নীড়ে

তবু হে বিজয়ী বীর, মুক্তিসেনা

তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।

না না না শোধ হবে না

এক নদী রক্ত পেরিয়ে..

বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা

তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না

না না না শোধ হবে না..।

Davantage de Jaima Noor

Voir toutlogo

Vous Pourriez Aimer

এক নদী রক্ত পেরিয়ে par Jaima Noor - Paroles et Couvertures