menu-iconlogo
huatong
huatong
avatar

Hasbi Rabbi Jallallah

Jaima Noorhuatong
rmitdfhuatong
Paroles
Enregistrements
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভাল যাচ্ছে ভাল দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

বাবা মানে কাটছে ভাল যাচ্ছে ভাল দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

আমি যতই এলোমেলো ভুলের অভিধান

বাবা তুমি সময় মত সহজ সমাধান

জীবনের টানা পোড়েন কিছুই না জানি

আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি

বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামণি

বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামণি

আ আ আ আ আ আ

আ আ আ আ আ আ

বাবা মানে অনেক চাওয়া

বাবা মানে অনেক পাওয়া

বাবা মানে ছোট্ট শূন্যতা

বাবা মানে অনেক পূর্নতা

ছেলে বেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে

আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে

চিরদিনই থাকবে বল তুমি আমার সাথে

মা বলে ডাকবে বল সারাজীবন ধরে

বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী

কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী

কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভাল যাচ্ছে ভাল দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

Davantage de Jaima Noor

Voir toutlogo

Vous Pourriez Aimer

Hasbi Rabbi Jallallah par Jaima Noor - Paroles et Couvertures