menu-iconlogo
huatong
huatong
avatar

Bisher Churi বিষের ছুরি

Jisan Khan Shuvohuatong
mommysangels43huatong
Paroles
Enregistrements
আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন

ধরতে নাহি পারি বন্ধু,

নিদয়া পাষাণ তোর এত অভিমান

তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি

মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন

ধরতে নাহি পারি বন্ধু,

নিদয়া পাষাণ তোর এত অভিমান

তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি

প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি

প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি

আমার মন..

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

ও একজীবনে এত দুঃখ আমায় কেনো দিলি

তুইতো এমন ছিলি নারে এমন কেন হলি

দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে

তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে

একজীবনে এত দুঃখ আমায় কেনো দিলি

তুইতো এমন ছিলি নারে এমন কেন হলি

দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে

তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে

আমার মন..

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন

ধরতে নাহি পারি বন্ধু,

নিদয়া পাষাণ তোর এত অভিমান

তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি

ও রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি

তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি

খুব যতনে সঙ্গোপনে আইকাছি তোর ছবি

এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি

রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি

তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি

খুব যতনে সঙ্গোপনে আইকাছি তোর ছবি

এই জীবনে বলনারে তুই আমার কবে হবি

আমার মন..

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন

ধরতে নাহি পারি বন্ধু,

নিদয়া পাষাণ তোর এত অভিমান

তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি

প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি

প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি

আমার মন..

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

Davantage de Jisan Khan Shuvo

Voir toutlogo

Vous Pourriez Aimer