গান গাই আমার মনরে বুঝাই
শিল্পী :কায়া
ভাবে করিম দীনহীন
আসবে কি আর শুভ দিন
ভাবে করিম দীনহীন
আসবে কি আর শুভ দিন
জল ছাড়া কি বাঁচিবেমাছ
ডুবলে কি ভাসে মরা
জল ছাড়া কি বাঁচিবে মাছ
ডুবলে কি ভাসে মরা
আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া
আর কিছু চাইনা মনে গান ছাড়া
গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগল পাড়া
গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগল পাড়া
আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া
আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া
আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া
আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া
আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া