menu-iconlogo
huatong
huatong
avatar

Aj Pasha Khelbo Re Sham

Kayahuatong
scopisthuatong
Paroles
Enregistrements
ও শ্যামরে তোমার সনে শ্যামরে তোমার সনে

একেলা পাইয়াছিরে শ্যাম

একেলা পাইয়াছিরে শ্যাম

এই নিগুড় বনে

আজ পাশা খেলবো রে শ্যাম...

আজ পাশা খেলবো রে শ্যাম.

ও শ্যামরে তোমার সনে শ্যামরে তোমার সনে

একেলা পাইয়াছিরে শ্যাম

একেলা পাইয়াছিরে শ্যাম

এই নিগুড় বনে.............

আজ পাশা খেলবো রে.. শ্যাম....

আজ পাশা খেলবো রে শ্যাম

একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা

একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা

চৌদিকে ঘিরিয়া রাখবো

চৌদিকে ঘিরিয়া রাখবো সব সখি গনে.......

আজ পাশা খেলবো রে শ্যাম.....

আজ পাশা খেলবো রে শ্যাম

ও শ্যামরে তোমার সনে শ্যামরে তোমার সনে

একেলা পাইয়াছিরে শ্যাম

একেলা পাইয়াছিরে শ্যাম

এই নিগুড় বনে

আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম

আতরো গোলাপো চন্দন মারও বন্দের গায়ে

আতরো গোলাপো চন্দন মারও বন্দের গায়ে

ছিটায়া দেও শোয়া চন্দন

ছিটায়া দেও শোয়া চন্দন ঐ রাঙ্গা চরনে

আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম

ও শ্যামরে তোমার সনে শ্যামরে তোমার সনে

একেলা পাইয়াছিরে শ্যাম

একেলা পাইয়াছিরে শ্যাম

এই নিগুড় বনে

আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম

দিনহিনার যাবে কোথায় ছাইবের চরন বিহনে

দিনহিনার যাবে কোথায় বন্দের চরন বিহনে

রাঙ্গা চরন মাথায় নিয়া

রাঙ্গা চরন মাথায় নিয়া দীনহীনে কান্দে

আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম

ও শ্যামরে তোমার সনে শ্যামরে তোমার সনে

একেলা পাইয়াছিরে শ্যাম

একেলা পাইয়াছিরে শ্যাম

এই নিগুড় বনে

আজ পাশা খেলবো রে শ্যাম...

আজ পাশা খেলবো রে শ্যাম...

আজ পাশা খেলবো রে শ্যাম...

আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম...

আজ পাশা খেলবো রে শ্যাম...

Davantage de Kaya

Voir toutlogo

Vous Pourriez Aimer