menu-iconlogo
logo

Doti mon r

logo
Paroles
দুটি মন আর নেই দুজনার

দুটি মন আর নেই দুজনার

রাত বলে আমি সাথী হবো যে

ফাগুনের রাতে আমি

রূপকথা হয়ে কাছে রবো যে

দুটি মন আর নেই দুজনার

ফুল বলে রঙে আর ছেও না

পাখি বলে আর গান গেও না

ফুল বলে রঙে আর ছেও না

পাখি বলে আর গান গেও না

আমাদের মিতালীর মায়াতে

কানে কানে কতো কথা কবো যে

দুটি মন আর নেই দুজনার

শুকতারা বলে আমি আছি তো

দিশাহারা হতে আর ভয় কি

শুকতারা বলে আমি আছি তো

দিশাহারা হতে আর ভয় কি

পাছে ঘুম ঝরে পড়ে দু'চোখে

হাসি মুখে তাই জেগে রবো যে

দুটি মন আর নেই দুজনার

রাত বলে আমি সাথী হবো যে

ফাগুনের রাতে আমি

রূপকথা হয়ে কাছে রবো যে

দুটি মন আর নেই দুজনার

দুটি মন আর নেই দুজনার

দুটি মন আর নেই দুজনার

Source: Musixmatch

More about Duti