এই ভালোবাসার জেলখানাতে
বন্দী থাকতে পারবো না
আর একলা থাকতে পারবো না
তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না
ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না
এই ভালোবাসার জেলখানাতে
বন্দী থাকতে পারবো না
আর একলা থাকতে পারবো না
তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না
ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না আ..
?মেয়েঃ মামলা দিলাম প্রেমের কোর্টে..
বিচারপতি বিচার করে
আরে মামলা দিলাম প্রেমের কোর্টে..
বিচারপতি বিচার করে
এই মনটা আমার হইলো চুরি..
এই মনটা আমার হইলো চুরি
চোরের সাজা হইল না
চোরের সাজা হইল না
?ছেলেঃ পাথরেতে মনটা গড়া..
সহজ নয় তো আমায় ধরা
আরে পাথরেতে মনটা গড়া..
সহজ নয় তো আমায় ধরা
কোন পাথরেতে ফুটেনা ফুল..
কোন পাথরেতে ফুটেনা ফুল
বৃথাই তোমার সাধনা
আরে বৃথাই তোমার সাধনা
?মেয়েঃ তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না
ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না
?ছেলেঃ এই ভালোবাসার আদালতে..
এই ভালোবাসার আদালতে
মামলা খারিজ হইবো না
তাই মুক্তি তুমি পাইবানা
হাতকড়া পরাইয়া দিলাম জামিন হইবো না
?মেয়েঃ ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না হা..
?মেয়েঃ মনের দামে আমার এ মন..
কিনলোনা তো নিঠুর সুজন
হায়রে মনের দামে আমার এ মন
কিনলোনা তো নিঠুর সুজন
হায়রে চোখ থাকিতে অন্ধ তুমি..
হায়রে চোখ থাকিতে অন্ধ তুমি
মনের মানুষ চিনলা না
মনের মানুষ চিনলা না
?ছেলেঃ তুমি আমার পূর্ণিমা চাঁদ..
তোমায় পাওয়ার হয় যে গো স্বাদ
আরে তুমি আমার পূর্ণিমা চাঁদ..
তোমায় পাওয়ার হয় যে গো স্বাদ
আমি তোমায় শুধু দেব এ মন
আমি তোমায় শুধু দেব এ মন
অন্য কেউ তো পাবে না
অন্য কেউ তো পাবে না
হাতকড়া পরাইয়া দিলাম জামিন হইবো না
?মেয়েঃ ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না
?ছেলেঃ এই ভালোবাসার আদালতে..
এই ভালোবাসার আদালতে
মামলা খারিজ হইবো না
তাই মুক্তি তুমি পাইবানা
হাতকড়া পরাইয়া দিলাম জামিন হইবো না
?মেয়েঃ ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না..
?ছেলেঃ হে হাতকড়া পরাইয়া দিলাম জামিন হইবো না
?মেয়েঃ ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না হা..
?ছেলেঃ হা হাতকড়া পরাইয়া দিলাম জামিন হইবো না
?মেয়েঃ ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না