menu-iconlogo
huatong
huatong
milontosiba-begum-sundori-biyain-cover-image

Sundori Biyain

Milon/Tosiba Begumhuatong
mrmcgeehanhuatong
Paroles
Enregistrements
পাইতে তোমায় কোন দলিলে করবো আমি sign

কানে কানে যাও বলে যাও, সুন্দরী বেয়াইন

পাইতে তোমায় কোন দলিলে করবো আমি sign

কানে কানে যাও বলে যাও, সুন্দরী বেয়াইন

ভাব ধরিয়া লাভ হবে না, romantic বেয়াই

Net থাকিলেই set থাকে গো, তোমার জানা নাই

তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line

বলছে সবাই তোমার সাথে লাগবে আমায় fine

বেয়াইন, বলছে সবাই তোমার সাথে লাগবে আমায় fine

তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line

বেয়াই, তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line

তোমার বোনের কপাল ভালো, পাইসে দারুণ বর

ভেবে দেখো তাহার পাশেই হবে তোমার ঘর

বেয়াইন, হবে তোমার ঘর

ময়-মুরুব্বি কইসে বলে দিলাম এমন চাঁদ

বামন হইয়া হাত বাড়াইয়া আর কইরো না সাধ

ভুল করিয়া আমায় তুমি ভাবসো পোলাপাইন

দেখতে তোমায় তাই মনে হয় পাশ করো নাই nine

দেখতে তোমায় তাই মনে হয় পাশ করো নাই nine

ভুল করিয়া আমায় তুমি ভাবসো পোলাপাইন

বেয়াই, ভুল করিয়া আমায় তুমি ভাবসো পোলাপাইন

এই hero-কে zero ভেবে কোরো না গো ভুল

লোকে বলে অহংকারই পতনেরই মূল

ও বেয়াইন, পতনেরই মূল

শাহজাহানও দেখলে আমায় গড়তো এক মহল

তুমি শুধু কাকের মতোই দেখছো আঙুর ফল

হাতের কাছে থাকতে কাঁসা চাই না melamine

বউয়ের সাথে শালি দেয়ার করবো নতুন আইন

বেয়াইন, বউয়ের সাথে শালি দেয়ার করবো নতুন আইন

হাতের কাছে থাকতে কাঁসা চাই না melamine

বেয়াই, হাতের কাছে থাকতে কাঁসা চাই না melamine

বলছে সবাই তোমার সাথে লাগবে আমায় fine

বেয়াইন, বলছে সবাই তোমার সাথে লাগবে আমায় fine

তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line

বেয়াই, তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line

Davantage de Milon/Tosiba Begum

Voir toutlogo

Vous Pourriez Aimer