only music
------------------A-B-C-S------------------------
তোমার ঘরে বাস করে কারা ও মন জান না,
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
(এক জনায় ছবি আঁকে এক মনে, ও..রে মন
আরেক জনায় বসে বসে রংমাখে)x2
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা,কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা.মন জান না
এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জন মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা
তোমর ঘরে বসত করে কয় জনা ও মন জান না
রস খাইয়া হইয়া মাতাল, ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা. মন জান না
join my room A-B-C-S