
Ador sohag diya tore
আদর সোহাগ দিয়া তুরে
রাখছি আপন কইরা...
তুর কিরে দয়া মায়া নাই
প্রানো বন্ধুরে.........
তুর কিরে দয়া মায়া নাই
NAZRULSR
আদর সোহাগ দিয়া তুরে
রাখছি আপন কইরা
সেই তুই মোরে ভাষায় জলে
কোথায় গেলি চইলারে...
তুর কিরে দয়া মায়া নাই
প্রানো বন্ধুরে........
তুর কিরে দয়া মায়া নাই
NAZRULSR
বাবুই পাখি বান্দে বাসা
সাহ্মী বাড়ির আশায়
তুরে পাখি রাখছি আমি
আমার বুকের খাঁচায়
ও বাবুই পাখি বান্দে বাসা
সাহ্মী বাড়ির আশায়
তুরে পাখি রাখছি আমি
আমার বুকের খাঁচায়
খাঁচা ছাইরা.............
খাঁচা ছাইরা গেলি উইরা
কোথায় তুরে পাই....
তুর কিরে দয়া মায়া নাই
প্রানো বন্ধুরে.......
তুর কিরে দয়া মায়া নাই
NAZRULSR
তিলে তিলে লালন করছি
এইনা পুরা দিলে
পোষা পাখি কষ্ট দিলো
ভালোবাসি বলে
ও তিলে তিলে লালন করছি
এইনা পুরা দিলে
পোষা পাখি কষ্ট দিলো
ভালোবাসি বলে
ভালোবাসা...........
ভালোবাসা নয় অপরাদ
কেমনে তুরে বুঝাই
তুর কিরে দয়া মায়া নাই
প্রানো বন্ধুরে......
তুর কিরে দয়া মায়া নাই
আদর সোহাগ দিয়া তুরে
রাখছি আপন কইরা
সেই তুই মোরে বাসায় জলে
কোথায় গেলি ছাইরারে.....
তুর কিরে দয়া মায়া নাই
প্রানো বন্ধুরে........
তুর কিরে দয়া মায়া নাই
ধন্যবাদ সবাইকে