menu-iconlogo
huatong
huatong
milon-ekul-okul-dukul-cover-image

ekul Okul dukul

Milonhuatong
rwheeler3huatong
Paroles
Enregistrements
একূল ওকূল দুই কূল গেল

আমার লইলি না খবর

তোরে ভালবাইসা আমি

হইয়াছি নিথর

একূল ওকূল দুই কূল গেল

আমার লইলি না খবর

তোরে ভালবাইসা আমি

হইয়াছি নিথর

ও বন্দে

এত পাষাণ হইলি কেমনে 2

দুঃখ আমার সাথী হইল

সারা জনম ভর

কিসের লাগি করলি আমায়

সব চাইয়া পর

দুঃখ আমার সাথী হইল

সারা জনম ভর

কিসের লাগি করলি আমায়

সব চাইয়া পর

আর কতকাল থাকবি

আমারে ছাড়ি

তোরে ছাড়া ভাল্লাগে না

ভিঠামাঠি বাড়ি

ও বন্দে

এত পাষাণ হইলি কেমনে 2

মান কূলো মান সব হারাইলাম

তোরই কারণে

দিবা নিশি যায় যে আমার

তোরই স্মরণে

মান কূলো মান সব হারাইলাম

তোরই কারণে

দিবা নিশি যায় যে আমার

তোরই স্মরণে

আর কতকাল থাকবি

আমারে ছাড়ি

তোরে ছাড়া ভাল্লাগে না

ভিঠামাঠি বাড়ি

ও বন্দেরে

এত পাষাণ হইলি কেমনে

Davantage de Milon

Voir toutlogo

Vous Pourriez Aimer