ছেলে: জীবনে..কি আছে আর তুমি ছাড়া
যাও যদি দূরে,হয়ে যাই দিশে হারা
মেয়ে: যাবনা ..কথা দিলাম তোমায় ছুঁয়ে
সারাদিন সারাক্ষণ,পাশে রবো ছায়া হয়ে
ছেলে : ও মানে না মন ভাবে অকারন
দূরে গেলে বাড়ে জ্বালা
লাগে যে ভঁয় যদি কিছু হয়
থেমে যায় পথও চলা..
মেয়ে: সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে অাছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
ছেলে: রোজ হয় দেখা তবু লাগে একা
মন চায় আরো কাছে যাই
ভাবনার নদী ছোটে নীরবধি
তুমি আছো হৃদয়ে তাই
মেয়ে: এই বুকে অাছে যত ভালবাসা
তোমায় নিয়ে বেঁধে ছিলো স্বপ্নের বাসা
তুমি যে অামার মনের'ই প্রথম শেষ অাশা
ছেলে: জীবনে..কি আছে আর তুমি ছাড়া
যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে অাছো তুমি
এ ব্যথা প্রাণে নাইহি সয়
মেয়ে: ও মানেনা মন ভাবে অকারন
দূরে গেলে বাড়ে জ্বালা
লাগে যে ভঁয় যদি কিছু হয়
থেমে যায় পথও চলা
S S G
মেয়ে: ঘুম নেই চোখে থাকি রাত জেগে
আঁধারে তোমায় দেখতে পাই
ছেলে: খুব কাছাকাছি তুমি আমি আছি
তারপর কি যেন নাই..
মেয়ে: মন অাজো পথও চেয়ে রয়
তুমি অাসবে বলেছে হৃদয়
কেনো অভিমান করে চলে গেলে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
ছেলে: জীবনে..কি আছে আর তুমি ছাড়া
যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা
মেয়ে: ও মানে না মন ভাবে অকারন
দূরে গেলে বাড়ে জ্বালা
লাগে যে ভঁয় যদি কিছু হয়
থেমে যায় পথও চলা
ছেলে: সখি ভালবাসা বাসা কারে কয়
সখি ভালবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে অাছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
ধন্যবাদ সবাইকে