
Aktu Aktu Prem Ar Aktu
F) একটু একটু প্রেম আর
একটু একটু সুখ
ভালবাসা পেয়ে পেয়ে,
ভরে গেছে বুক
এ বাঁধন খুলবোনা
কোনদিন আর
আমি যে, তোমারি
চিরদিন আমি তোমার
আমি যে তোমারি
চিরদিন আমি তোমার
M) একটু একটু প্রেম আর
একটু একটু সুখ
ভালবাসা পেয়ে পেয়ে
ভরে গেল বুক
এ বাঁধন খুলবোনা
কোনদিন আর
আমি যে, তোমারি
চিরদিন আমি তোমার
আমি যে তোমারি
চিরদিন আমি তোমার
আপলোড: মোহন
F) শপথের মালা হয়ে
গাঁথা দুটি প্রাণ
তুমি ছাড়া এ জীবন
মরনও সমান
Wait.......
M) শপথের মালা হয়ে,
গাঁথা দুটি প্রাণ
তুমি ছাড়া এ জীবন
মরনও সমান
F) শত সাধনায় তুমি
হয়েছো আমার
আমি যে, তোমারি,
চিরদিন আমি তোমার
M) আমি যে তোমারি,
চিরদিন আমি তোমার
আপলোড: মোহন
M) দুদিনের পৃথিবীতে
তোমারি প্রেমে
এসেছে অনন্তে
স্বর্গ নেমে
Wait.......
F) দুদিনের পৃথিবীতে
তোমারি প্রেমে
এসেছে অনন্তে
স্বর্গ নেমে
M) তোমাকে জড়িয়ে তা
বলি শতবার,
আমি যে তোমারি
চিরদিন আমি তোমার
F) আমি যে তোমারি,
চিরদিন আমি তোমার
একটু একটু প্রেম আর
একটু একটু সুখ
ভালবাসা পেয়ে পেয়ে,
ভরে গেল বুক
এ বাঁধন খুলবোনা
কোনদিন আর,
আমি যে, তোমারি,
চিরদিন আমি তোমার
M) আমি যে তোমারি,
চিরদিন আমি তোমার
চয়েজ: রামিসা
Aktu Aktu Prem Ar Aktu par Mohon - Paroles et Couvertures