menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Din Shopner Din

Nachiketa Chakrabortyhuatong
pritty420huatong
Paroles
Enregistrements
একদিন স্বপ্নের দিন,

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

সেই ভাবনায়, ভাবি মনে হয়,

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে

সেই ভাবনায়, ভাবি মনে হয়,

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে

আসেনা ফাগুন, মনেতে আগুন,

আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়,

কাটেনা আর দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন

একদিন হঠাৎ হাওয়া

থামিয়ে আসা যাওয়া

প্রশ্নের জাল বুনে

শুরু হয় চাওয়া পাওয়া

আজ শুধু পথ চাওয়া ,

বিরহের গান গাওয়া

ভাবনার নদী বুকে,

উজানেতে তরী বাওয়া

শুধু সে গান ভোলে অভিমান,

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

শুধু সে গান ভোলে অভিমান,

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

আসেনা ফাগুন, মনেতে আগুন,

আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়,

কাটেনা আর দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন

যদি এ পথ ধরে,

আমার এ মনের ঘরে,

চিঠি হয়ে অগোচরে,

আসে কেউ চুপিসারে

চাদের ঐ আলো হয়ে,

আসো মোর ভাঙ্গা ঘরে,

দেখা যায়, যায়না ছোঁয়া ,

যেন গান চাপা স্বরে

শুধু সে গান ভোলে অভিমান,

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

শুধু সে গান ভোলে অভিমান,

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

আসেনা ফাগুন, মনেতে আগুন,

আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়,

কাটেনা আর দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

সেই ভাবনায়, ভাবি মনে হয়,

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে

সেই ভাবনায়, ভাবি মনে হয়,

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে

আসেনা ফাগুন, মনেতে আগুন,

আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়,

কাটেনা আর দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

Davantage de Nachiketa Chakraborty

Voir toutlogo

Vous Pourriez Aimer