১ম ছেলে ২য় মেয়ে
এই তুমি সেই তুমি যাকে আমি চাই
জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই
এই তুমি সেই তুমি যাকে আমি চাই
জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই
ভালবাসা দাওনা তুমি আমার
কাছে আসতে আসতে
মরণ এলে মরবো আমি
তোমায় ভাল বাসতে বাসতে
এই তুমি সেই তুমি যাকে আমি চাই
জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই
এই তুমি সেই তুমি যাকে আমি চাই
জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই
ভালবাসা দাওনা তুমি আমার
কাছে আসতে আসতে
মরণ এলে মরবো আমি
তোমায় ভাল বাসতে বাসতে
হাত বাড়িয়ে হাতটা ধরো
মন বাড়িয়ে মনটা
বুকের মাঝে শুধুই বাঁজে
ভালোবাসার ঘণ্টা
.........
মন হারিয়ে গেছে আমার
তোমার মনের মাঝে
এখন তোমায় না দেখিলে
ভাল লাগে না যে...
এই তুমি সেই তুমি যাকে আমি চাই
জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই
ভালবাসা দাওনা তুমি আমার
কাছে আসিতে আসতে
মরণ এলে মরবো আমি
তোমায় ভাল বাসতে বাসতে
দীঘির জলে পদ্ম ভাসে
কখনো রবিন আসে
তোমার সাথে আমার জীবন
থাকবো পাশে পাশে
..........
মনের শিল্পী ছবি আঁকে
তোমায় দেখে দেখে
কেমন করে যাব দূরে
তোমার জীবন থেকে
এই তুমি সেই তুমি যাকে আমি চাই
জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই
ভালবাসা দাওনা তুমি আমার
কাছে আসতে আসতে
মরণ এলে মরবো আমি
তোমায় ভাল বাসতে বাসতে
এই তুমি সেই তুমি যাকে আমি চাই
জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই
এই তুমি সেই তুমি যাকে আমি চাই
জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই
ভালবাসা দাওনা তুমি আমার
কাছে আসতে আসতে
মরণ এলে মরবো আমি
তোমায় ভাল বাসতে বাসতে
ভালবাসা দাওনা তুমি আমার
কাছে আসতে আসতে
মরণ এলে মরবো আমি
তোমায় ভাল বাসতে বাসতে
ধন্যবাদ