মেয়েঃ লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
আমি তোমার'ই শুধু তোমার'ই,
তুমি আমার'ই শুধু আমার'ই,
ছেলেঃ লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
আমি তোমার'ই শুধু তোমার'ই,
তুমি আমার'ই,শুধু আমার'ই,
মেয়েঃ শয়নে স্বপনে আমি
দেখি শুধু তোমার'ই মুখ...
ছেলেঃ দিয়েছ জীবনে তুমি
প্রেম নয় স্বর্গ সুখ...
মেয়েঃ শয়নে স্বপনে আমি
দেখি শুধু তোমার'ই মুখ...
ছেলেঃ দিয়েছ জীবনে তুমি
প্রেম নয় স্বর্গ সুখ...
মেয়েঃ এ মন যারে চায় তুমি তাই তুমি তাই...
লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
ছেলেঃ লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
মেয়েঃ আমি তোমার'ই শুধু তোমার'ই,
তুমি আমার'ই শুধু আমার'ই,
সোনার'ই অক্ষরে বুকে
লিখেছি যে তোমারই নাম...
ছেলেঃ তোমার'ই হতেই বুঝি পৃথিবীতে আসিলাম...
মেয়েঃ সোনার'ই অক্ষরে বুকে
লিখেছি যে তোমার'ই নাম...
ছেলেঃ তোমার'ই হতেই বুঝি পৃথিবীতে আসিলাম...
মেয়েঃ তোমায় চিরদিন যেন পাই,যেন পাই
লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
আমি তোমার'ই শুধু তোমার'ই,
তুমি আমার'ই শুধু আমার'ই,
ছেলেঃ লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
লাখো জনম তোমাকে আমি চাই,
জীবনে আমার চাওয়ার কিছু নাই,
আমি তোমার'ই শুধু তোমার'ই,
তুমি আমার'ই শুধু আমার'ই।