menu-iconlogo
logo

ভালোবাসা ছাড়া জানি বাঁচেনা হৃদয়

logo
Paroles
মেয়েঃ ভালোবাসা ছাড়া জানি বাঁচেনা হৃদয়

তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

এই বুকের মধ্যখানে,তুমি রয়েছো সেখানে

হৃদয় শুধু তোমার জন্য,অন্য কারো নয়

ছেলেঃ ভালোবাসা ছাড়া জানি বাঁচেনা হৃদয়

তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

এই বুকের মধ্যখানে,তুমি রয়েছো সেখানে

হৃদয় শুধু তোমার জন্য,অন্য কারো নয়

মেয়েঃ ভালোবাসা ছাড়া জানি বাঁচেনা হৃদয়

ছেলেঃ তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

ছেলেঃ কান্না হব দুই নয়নে,হাসি হব মুখে

আমায় তুমি পাবে তোমার সকল দুঃখ সুখে

মেয়েঃ ও নিশ্বাসেরই মতো আছো

মিশে তুমি প্রাণে

তোমার পরে নেইতো কিছু,জানে হৃদয় জানে

ছেলেঃ তোমার জন্য করি নাতো

কোনো কিছু ভয়

মেয়েঃ ভালোবাসা ছাড়া জানি বাঁচেনা হৃদয়

ছেলেঃ তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

মেয়েঃ জন্ম আমার আবার হলে

তোমায় খুঁজে নেবো

হৃদয় দিতে হলে আমি,তোমায় শুধু দেবো

ছেলেঃ ও দেখবো তোমায় পাথর চোখে

মরণ আমার হলে

বিদায় দিও আমায় তুমি,নিয়ে তোমার কোলে

মেয়েঃ তোমার সপ্ন দেখে দেখে,ফুরাবে সময়

ছেলেঃ ভালোবাসা ছাড়া জানি বাঁচেনা হৃদয়

তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

মেয়েঃএই বুকের মধ্যখানে,তুমি রয়েছো সেখানে

হৃদয় শুধু তোমার জন্য,অন্য কারো নয়

ছেলেঃ ভালোবাসা ছাড়া জানি বাঁচেনা হৃদয়

মেয়েঃ তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

ধন্যবাদ সবাইকে