বুক ভরা ভালোবাসা
রেখেছি তোমারই জন্য
বুক ভরা ভালোবাসা
রেখেছি তোমারই জন্য
ও প্রিয় আমার আমি যে তোমার
তুমি শুধু আমারই জন্য
ও প্রিয় আমার আমি যে তোমার
তুমি শুধু আমারই জন্য
বুক ভরা ভালোবাসা
রেখেছি তোমারই জন্য
বিশ্বাস ভরা দুটি হাতে
আমাকে বাঁধো বাঁধনিতে
বিশ্বাস ভরা দুটি হাতে
আমাকে বাঁধো বাঁধনিতে
এইটুকু চাই বুকে দিও ঠাই
এইটুকু চাই বুকে দিও ঠাই
তোমারই প্রেমে হবো ধন্য
বুক ভরা ভালোবাসা
রেখেছি তোমারই জন্য
বুক ভরা ভালোবাসা
রেখেছি তোমারই জন্য
ও প্রিয় আমার আমি যে তোমার
তুমি শুধু আমারই জন্য
ও প্রিয় আমার আমি যে তোমার
তুমি শুধু আমারই জন্য
বুক ভরা ভালোবাসা
রেখেছি তোমারই জন্য
জীবনের আঁকাবাকা পথে
চিরদিন রবো আমি সাথে
জীবনের আঁকাবাকা পথে
চিরদিন রবো আমি সাথে
আসুক না ঝড় হবো নাতো পর
আসুক না ঝড় হবো নাতো পর
এ বাঁধন হবে নাকো ছিন্ন
বুক ভরা ভালোবাসা
রেখেছি তোমারই জন্য
বুক ভরা ভালোবাসা
রেখেছি তোমারই জন্য
ও প্রিয় আমার আমি যে তোমার
তুমি শুধু আমারই জন্য
ও প্রিয় আমার আমি যে তোমার
তুমি শুধু আমারই জন্য
বুক ভরা ভালোবাসা