ছেলেঃ জীবনে কি আর চাই
তোমাকে যদি পাই
আমি তোমারি তুমি আমারি
চাওয়া পাওয়ার কিছু নাই
মেয়েঃ জীবনে কি আর চাই
তোমাকে যদি পাই
আমি তোমারি তুমি আমারি
চাওয়া পাওয়ার কিছু নাই
জীবনে কি আর চাই
ছেলেঃ যে প্রেম তোমায় দিয়েছি আমি
সোনার চেয়েও আরো দামি
মেয়েঃ চিরটি জীবন বুকেরই মাঝে
বন্ধু আমার থেকো তুমি
ছেলেঃ যে প্রেম তোমায় দিয়েছি আমি
সোনার চেয়েও আরো দামি
মেয়েঃ চিরটি জীবন বুকেরই মাঝে
বন্ধু আমার থেকো তুমি
ছেলেঃ জীবনে কি আর চাই
তোমাকে যদি পাই
মেয়েঃ আমি তোমারি তুমি আমারি
চাওয়া পাওয়ার কিছু নাই
জীবনে কি আর চাই
ছেলেঃ তোমাকে নিয়ে অনেক সুখে
এই জগতে বাঁধবো ঘর
মেয়েঃ এই জনমে আর জনমে
কখনো আমরা হবোনা পর
ছেলেঃ তোমাকে নিয়ে অনেক সুখে
এই জগতে বাঁধবো ঘর
মেয়েঃ এই জনমে আর জনমে
কখনো আমরা হবোনা পর
ছেলেঃ জীবনে কি আর চাই
তোমাকে যদি পাই
আমি তোমারি তুমি আমারি
চাওয়া পাওয়ার কিছু নাই
মেয়েঃ জীবনে কি আর চাই
তোমাকে যদি পাই
আমি তোমারি তুমি আমারি
চাওয়া পাওয়ার কিছু নাই
ছেলেঃ জীবনে কি আর চাই
তোমাকে যদি পাই
মেয়েঃ লালা লালা লা লা
লালা লালা লা লা
লালা লালা লা লা..
ছেলে/মেয়েঃ জীবনে কি আর চাই