F==কত ভালোবাসি, কি যে ভালোবাসি,
এত ভালোবাসি তাই মনে জাগে ভয়..
এত সুখ ভাগ্যে যদি না সয়।
M==কত ভালোবাসি, কি যে ভালোবাসি,
এত ভালোবাসি তাই মনে জাগে ভয়..
এত সুখ ভাগ্যে যদি না সয়।
F==এত সুখ ভাগ্যে যদি না সয়।
F==জানে ফুল জানে পাখি জানে ঐ ঢেউ,
তুমি ছাড়া এ জীবনে নেই আর কেউ।
M==জানে চাঁদ জানে রাত জানে জোছনা,
তুমি ছাড়া দু'টি চোখে কিছু দেখিনা।
F==কেন যে ভালোবাসি রাঙিয়ে হৃদয়..
M==এত সুখ ভাগ্যে যদি না সয়..।
F==এত সুখ ভাগ্যে যদি না সয়।
M==ঝিরি ঝিরি মৃদু হাওয়া কেন হয় ঝড়,
আপন মানুষ কেন হয়ে যায় পর।
F==ঝড় যদি আসে ওগো নেই ক্ষতি নেই,
তুমিতো সুখে দুখে রয়েছো সাথেই।
M==দুখেরই সাথে আমার চিরো পরিচয়।
F==এত সুখ ভাগ্যে যদি না সয়..।
M==কত ভালোবাসি, কি যে ভালোবাসি,
এত ভালোবাসি তাই মনে জাগে ভয়।
এত সুখ ভাগ্যে যদি না সয়..।
F==কত ভালোবাসি, কি যে ভালোবাসি,
এত ভালোবাসি তাই মনে জাগে ভয়।
এত সুখ ভাগ্যে যদি না সয়..।
এত সুখ ভাগ্যে যদি না সয়..।