menu-iconlogo
huatong
huatong
sajjad-hd-tumi-mor-jiboner-bhabona-cover-image

[HD] তুমি মোর জীবনের ভাবনা TUMI MOR JIBONER BHABONA

Sajjadhuatong
SAJJAD💃L💃T💃S👉142574huatong
Paroles
Enregistrements
তুমি মোর জীবনের ভাবনা

Singer:Andrew Kisore

Group: Danger group

F)তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

M)তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

F)নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা........

M)তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

Group: Danger group

F)দুঃখ সুখের পাখি তুমি

তোমার খাঁচায় এই বুক....

M)সারা জীবন নয়ন যেন

দেখে তোমার এই মুখ

F)কন্ঠে আমার দাও পরিয়ে

সোহাগের মিলন মালা.....

M)তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

Group: Danger group

M)ভালোবাসার নদী তুমি

আমি তোমার দুই কুল

F)পাগল তুমি ফোটাও যে ফুল

আমি তোমার সেই ফুল

M)প্রেমের তরে সইবো বুকে

লক্ষ কাঁটার জ্বালা........

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

F)তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

M)নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা

F)তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

M)হুম ... হুম ... হম ...

F)লা লালা লালা লালা

Davantage de Sajjad

Voir toutlogo

Vous Pourriez Aimer