menu-iconlogo
huatong
huatong
sajjad-bachelor-ami-bachelor-cover-image

ব্যাচেলর আমি ব্যাচেলর Bachelor Ami Bachelor

Sajjadhuatong
SAJJAD💃L💃T💃S👉142574huatong
Paroles
Enregistrements
ব্যাচেলর, আমি ব্যাচেলর

বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার

ব্যাচেলর, আমি ব্যাচেলর

বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার।

ব্যাচেলর হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই,

বাড়িওয়ালা বলে, ব্যাচেলর জায়গা নাই।

আঙ্কেল, আমি আপনার মেয়ে-জামাই,

হইতে আসি নাই

থাকার মতো ছোটোখাটো একটা জায়গা চাই

ব্যাচেলর হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই,

বাড়িওয়ালা বলে, ব্যাচেলর জায়গা নাই।

আঙ্কেল, আমি আপনার মেয়ে-জামাই,

হইতে আসি নাই

থাকার মতো ছোটোখাটো একটা জায়গা চাই।

ব্যাচেলর আমি ব্যাচেলর

বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার।

ওরে, ব্যাচেলারের রুটিনে ব্রেকফাস্ট,

বলে কিছু নাই

দুপুরের খাবার টা ব্রেকফাস্ট বলে চালাই আমি।

রাতে কবে ডিনার করসি, আমার মনে নাই

ফেসবুকে চ্যাটিং করে রাত পেরিয়ে যায়

ওরে, ব্যাচেলারের রুটিনে ব্রেকফাস্ট,

বলে কিছু নাই

দুপুরের খাবার টা ব্রেকফাস্ট বলে চালাই আমি।

রাতে কবে ডিনার করসি, আমার মনে নাই

ফেসবুকে চ্যাটিং করে রাত পেরিয়ে যায়।

ব্যাচেলর আমি ব্যাচেলর

বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার।

ওরে, আমার রাজ্যে আমি রাজা,

নাই রে আমার রাণী

রাণী খুঁজতে গেলে লাগে

পকেট ভর্তি মানি।

যখন ঘুষ ছাড়া আমি একটা,

চাকরি খুঁজতে যাই

চাকরি কেমনে হবে মামা

চাচার জোর তো নাই

ওরে, আমার রাজ্যে আমি রাজা,

নাই রে আমার রাণী

রাণী খুঁজতে গেলে লাগে

পকেট ভর্তি মানি।

যখন ঘুষ ছাড়া আমি একটা,

চাকরি খুঁজতে যাই

চাকরি কেমনে হবে মামা

চাচার জোর তো নাই।

ব্যাচেলার আমি ব্যাচেলার

বিন্দাস লাইফে কোনো মেয়ে নেই আমার।

ব্যাচেলার, সাজ্জাদ ব্যাচেলার

বিন্দাস লাইফে কোনো মেয়ে নেই আমার।

ব্যাচেলার, সাজ্জাদ ব্যাচেলার

বিন্দাস লাইফে কোনো মেয়ে নেই আমার।

Davantage de Sajjad

Voir toutlogo

Vous Pourriez Aimer