menu-iconlogo
huatong
huatong
avatar

Ei jadu ta jodi sotti এই যাদুটা যদি সত্যি

Samina Chowdhuryhuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
Paroles
Enregistrements
এই যাদুটা যদি সত্যি হয়ে যেত

তাহলে আমি তা শিখে নিতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

এই যাদুটা যদি সত্যি হয়ে যেত

তাহলে আমি তা শিখে নিতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

Uploaded by Shydur Rahman

কামনার আঁখিতে আমাকে বেঁধে সে ধরা দেয় না

হৃদয়ে ঝড় তুলে ভালবাসি বাসি বলে ভালবাসে না

কামনার আঁখিতে আমাকে বেঁধে সে ধরা দেয় না

হৃদয়ে ঝড় তুলে ভালবাসি বাসি বলে ভালবাসে না

যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম

যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম

তবে ভেল্কিতে তার দৃষ্টি পাখিটা ধরতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

Uploaded by Shydur Rahman

ছলনার বাঁশীতে আমাকে ডেকে সে দুরে সরে যায়

ভাবনায় বিষ ঢেলে ছলে বলে কৌশলে পালিয়ে বেড়ায়

ছলনার বাঁশীতে আমাকে ডেকে সে দুরে সরে যায়

ভাবনায় বিষ ঢেলে ছলে বলে কৌশলে পালিয়ে বেড়ায়

যদি জানতাম সম্মোহনের মন্ত্রটা যদি জানতাম

যদি জানতাম সম্মোহনের মন্ত্রটা যদি জানতাম

তবে মন্ত্র দিয়ে মন পিঞ্জরে ভরতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

এই যাদুটা যদি সত্যি হয়ে যেত

তাহলে আমি তা শিখে নিতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

এই যাদুটা যদি সত্যি হয়ে যেত

তাহলে আমি তা শিখে নিতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

প্রথমেই আমি তাকে যাদু করতাম

Uploaded by Shydur Rahman

Davantage de Samina Chowdhury

Voir toutlogo

Vous Pourriez Aimer