menu-iconlogo
huatong
huatong
avatar

Colleger Din Gulo- Calcutta Blues

Samrathuatong
ryan135_starhuatong
Paroles
Enregistrements
Track Upload By Samrat (Family ID 140071)

কলেজ, আর ক্যান্টিন অনার্স আমার প্রিয়

হঠাৎই করে তোমাকে ভালো লেগে যাওয়া,

কোনো কারন ছাড়াই

কেন জানিনা,

এই দিনগুলোকে কিছুতেই ভুলতে পারিনা

সেই ঘুম ঘুম ঘুম চোখে,

তোমার কলেজে প্রবেশ করা

চোখে কাজল দিলে তোমায় লাগে বেশ

এভাবে প্লিজ দেখো না,

অামি উন্মাদ হয়ে যায়

চারিদিকে এতো রাজকন্যা,

আমি কার দিকে তাকাই ?

এ কার দিকে তাকাই ?

কলেজের দিনগুলো চোখের সামনে,

হারানো স্মৃতি হারানো গান।

স্কুলে ফেলে আসা ব্যর্থ প্রেম অভিমান

তোমায় দেখে এসব হয়ে গেছে ম্লান

স্মৃতি, স্মৃতি, স্মৃতি রয়ে যায়।

স্মৃতি, স্মৃতি, স্মৃতি রয়ে যায়।

স্মৃতি, স্মৃতি, স্মৃতি হয়ে যায়।

স্মৃতি ...

তুমি কলেজে যেভাবে প্রবেশ করতে না

সেই ঘুম ঘুম চোখ,

সে কাজল চোখ উফ উফ উফ..

ঘুম ঘুম ঘুম চোখে তোমার কলেজে প্রবেশ

চোখে কাজল দিলে তোমায় লাগে বেশ

এভাবেও দেখো না,

অামি উন্মাদ হয়ে যায়

চারিদিকে এতো রাজকন্যে,

বলো কার দিকে তাকাই ?

প্রথম চিরকুট ছুঁড়ে তোমায় প্রেম নিবেদন

একটু ভালোবেসো এটাই আবেদন

বদলে যাবে সময় বদলাবে তুমিও, তবু

তুমি আমার জুলিয়েট আমি তোমার রোমিও

স্মৃতি, স্মৃতি, স্মৃতি হয়ে যায়।

স্মৃতি, স্মৃতি, স্মৃতি হয়ে যায়।

স্মৃতি, স্মৃতি, সব স্মৃতি হয়ে যায়।

স্মৃতি ...

আমি কোনোদিনও অস্বীকার করতে পারিনা,

যে আমি পাগল ছিলাম

এখনো আছি, তবু একদিন বদলে যাবোই

কলেজ ক্যান্টিনে সিগারেট কাড়াকাড়ির দিন

একদিন শেষ হয়ে যাবেই,

আমি চাই না আসুক সে দিন

কলেজ গেটের বাইরে বন্ধুদের সমাগম

ইউনিয়ন রুমের মিলিত পরিশ্রম..

স্মৃতি, স্মৃতি, স্মৃতি হয়ে যায়।

স্মৃতি, স্মৃতি, স্মৃতি হয়ে যায়।

এখনো আছে সেই,

কলেজের পাশে চায়ের দোকানটা

এখনো আছে সেই প্রথম প্রেমে পড়া,

উন্মাদ প্রেমিকের দল

নেই শুধু... হা...

Davantage de Samrat

Voir toutlogo

Vous Pourriez Aimer