menu-iconlogo
huatong
huatong
avatar

জানি ফিরে আসবেনা - শ্রাবণ কুমার জুয়েল

Sathi Khanhuatong
Root🚬Club🚬.huatong
Paroles
Enregistrements
গানঃ জানি ফিরে আসবেনা

শিল্পীঃ শ্রাবণ কুমার জুয়েল

আপলোডঃ AR.Rumi+Imu

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻❤

ID ---13372553409

গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু কমিয়ে নিবেন।

ছেলেঃ} জানি ফিরে আসবেনা, কখনো তুমি..।

আর ফিরে আসবেনা, কখনো জানি।

মেয়েঃ} জানি ফিরে আসবেনা, কখনো তুমি..।

আর ফিরে আসবেনা, কখনো জানি।

ছেলেঃ} ভুলে গেছো আমাকে... ব্যথা দিয়ে এ বুকে...।

ওগো সজনী..., ওগো পাষানি।

মেয়েঃ} জানি ফিরে আসবেনা কখনো তুমি..।

আর ফিরে আসবেনা, কখনো জানি।

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻❤

ID ---13372553409

ছেলেঃ} জানিনাতো কোন ভুলে, আমাকে কাদিয়ে গেলে।

কতোটা সুখের আশায়, আমাকে ভুলে গেলে।

মেয়েঃ} ও- জানিনাতো কোন ভুলে, আমাকে কাদিয়ে গেলে।

কতোটা সুখের আশায় আমাকে ভুলে গেলে।

ছেলেঃ} তুমি শুধু থাকো সুখে করি এ কামনা..।

দুঃখ দিলে তুমি, ওগো প্রিয়তমা।

জানি ফিরে আসবেনা, কখনো তুমি..।

আর ফিরে আসবেনা, কখনো জানি।

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻❤

ID ---13372553409

মেয়েঃ} বুকভরা ব্যথা নিয়ে, পথ চেয়ে আছি বসে।

আসবে ফিরে তুমি, আমার এ জীবনে।

ছেলেঃ} ও- বুকভরা ব্যথা নিয়ে, পথ চেয়ে আছি বসে।

আসবে ফিরে তুমি, আমার এ জীবনে।

তুমি শুধু থাকো সুখে করি এ কামনা..।

দুঃখ দিলে তুমি, ওগো প্রিয়তমা।

মেয়েঃ} জানি ফিরে আসবেনা, কখনো তুমি..।

আর ফিরে আসবেনা, কখনো জানি।

ভুলে গেছো আমাকে... ব্যথা দিয়ে এ বুকে...।

ওগো সজনী..., ওগো পাষানি।

ছেলেঃ} জানি ফিরে আসবেনা...কখনো তুমি..।

আর ফিরে আসবেনা, কখনো জানি।

জানি ফিরে আসবেনা কখনো তুমি..।

আর ফিরে আসবেনা, কখনো জানি।

আর ফিরে আসবেনা....,

কখনো জানি.......।

❤️Thank u for using this music❤️

Davantage de Sathi Khan

Voir toutlogo

Vous Pourriez Aimer