menu-iconlogo
huatong
huatong
shunno-khachar-bhetor-ochin-pakhi-cover-image

Khachar Bhetor Ochin Pakhi

Shunnohuatong
pizzaman007uhuatong
Paroles
Enregistrements
খাঁচার ভেতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভেতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মন বেড়ি

ধরতে পারলে মন বেড়ি

দিতাম পাখির পায়

কেমনে আসে যায়

খাঁচার ভেতর অচিন পাখি

কেমনে আসে যায়

আট কুঠুরী নয় দরজা আঁটা

মধ্যে মধ্যে ঝরকা কাঁটা

আট কুঠুরী নয় দরজা আঁটা

মধ্যে মধ্যে ঝরকা কাঁটা

তার উপরে সদর কোঠা

তার উপরে সদর কোঠা

আয়না মহল তায়

কেমনে আসে যায়

খাঁচার ভেতর অচিন পাখি

কেমনে আসে যায়

কপালের ফের নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

কপালের ফের নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

খাঁচা ভেঙ্গে পাখি আমার

খাঁচা ভেঙ্গে পাখি আমার

কোন খানে পালায়

কেমনে আসে যায়

খাঁচার ভেতর অচিন পাখি

কেমনে আসে যায়

মন তুই রইলি খাঁচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাঁশে

মন তুই রইলি খাঁচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাঁশে

কোন দিন খাঁচা পড়বে খসে

কোন দিন খাঁচা পড়বে খসে

ফকির লালন কেঁদে কয়

কেমনে আসে যায়

খাঁচার ভেতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

Davantage de Shunno

Voir toutlogo

Vous Pourriez Aimer