কথা কিছু কিছু বুঝে নিতে হয়
ছবি : আনন্দ আশ্রম
গায়ক : আরতি মুখার্জী, শ্যামল মিত্র
সঙ্গীত : শ্যামল মিত্র
Part1 Female Singers
Part2 Male Singers
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
চোখের কথাই মনের কথা
চোখই মনের আয়না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
মন আছে যার মনের কথা
সেই শুধু নেয় বুঝে
মুক্ত শুধু মেলে ওগো
অনেক ঝিনুক খুঁজে
বুঝলে ভালো না বুঝলেই
বাড়ে বুকের জ্বালা
কুঁড়ির থেকে হয় গো যে ফুল
ফুলের থেকেই মালা
সহজে ভালোবাসা কেউ পায় না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
কিছু দুর্লভ গান যা এ নেই তা
আপনারা গাইতে পারেন এই আমার উদ্দেশ্য
ফুল ছাড়া আর কেই বা বোঝে
ভ্রমরেরি ভাষা
মধু খেতেই ভ্রমরের যে
ফুলের কাছে আসা
বোঝোনি কি এখন গো
দিলাম এ মন কারে
সাগর মাঝে এসে নদী
ফিরতে কি আর পারে
মন ছাড়া মন কিছু চায় না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
চোখের কথাই মনের কথা
চোখই মনের আয়না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
ধন্যবাদ