menu-iconlogo
huatong
huatong
Paroles
Enregistrements
নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো

চিল পাখিটার ভেঙেছে ডানা

মিল পেয়েছে আজ দুজনে দুটো

ঝিল পেরিয়ে ওরা উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো

চিল পাখিটার ভেঙেছে ডানা

মিল পেয়েছে আজ দুজনে দুটো

ঝিল পেরিয়ে ওরা উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

কত শীতভরা ছাদ, কত ঘুম পার করে

কিছু রোদ মরশুম ধার করে

কত ভুলভরা খাদ, কত ভয় পার করে

কিছু ঠিক বিনিময় ধার করে

চেয়ে থাক, খোলা মাঠ, ধুলো গ্রাম এভাবে

মিশে যাক দুটো নাম হাওয়াতেই

পড়ে থাক যা ছিল যেটুকুই এখানে

একে এক মিলে দুই হাওয়াতেই

নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো

চিল পাখিটার ভেঙেছে ডানা

মিল পেয়েছে আজ দুজনে দুটো

ঝিল পেরিয়ে ওরা উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

উড়ে যেতে চায়

Davantage de Somlata Acharyya Chowdhury/Somlata And The Aces

Voir toutlogo

Vous Pourriez Aimer

Ure Jete Chaye (Reprise) par Somlata Acharyya Chowdhury/Somlata And The Aces - Paroles et Couvertures