menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Mor jiboner vabona

Various Artistshuatong
rawilliams09huatong
Paroles
Enregistrements
তুমি মোর জীবনের ভাবোনা,,

হৃদয়ে সুখের দোলা,,

তুমি মোর জীবনের ভাবোনা,,

হৃদয়ে সুখের দোলা,,

নিযেকে আমি ভুলতে পারি,

তুমাকে যাবেনা ভোলা ,,

তুমি মোর জীবনের ভাবোনা,,

হৃদয়ে সুখের দোলা,,

দুঃখ সুখের পাখি তুমি,,

তুমার খাচায় এই বুক

সারা জীবন নয়ন যেনো

দেখে তোমার এই মুখ,,

কণ্ঠে আমার দাও পরিয়ে,,

সহাগের মিলন মালা

তুমি মোর জীবনের ভাবোনা,,

হৃদয়ে সুখের দোলা,,

কথা দাও আমাকে ভুলবে না কনো দিন না,,

ভালোবাসার নদি তুমি,,

আমি তুমার দুই কুল,,

ফাগুন তুমি ফোটাও যে ফুল,

আমি তুমার সেই ফুল,

প্রেমের তরে সইবো বুকে,

লোক্ষ কাটর জালা,

তুমি মোর জীবনের ভাবোনা,,

হৃদয়ে সুখের দোলা,,

তুমি মোর জীবনের ভাবোনা,,

হৃদয়ে সুখের দোলা,,

নিযেকে আমি ভুলতে পারি,

তুমাকে যাবেনা ভোলা ,,

তুমি মোর জীবনের ভাবোনা,,

হৃদয়ে সুখের দোলা,,

আ,, আ , আ

হুম,, হুম হুম

আ আ আ

হুম,, হুম,, হুম,,

Davantage de Various Artists

Voir toutlogo

Vous Pourriez Aimer