menu-iconlogo
huatong
huatong
avatar

Purnota_Warfaze

Warfazehuatong
🎸🎶🎧ıʂɧɬıąզųɛ🎶🎧🎸☣️huatong
Paroles
Enregistrements
Uplond_By

🎸🎶🎧ıʂɧɬıąզųɛ🎶🎧🎸☣️

সেদিন ভোরে, বুকের গভীরে

শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে

এই শহরে ইটের পাহাড়ে

ছিলো না কেউ যে দেওয়ার প্রেরণা

যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়

অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়

যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়

অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে

তুমি সেই পূর্ণতা আমার অনুভবে

আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে

ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

Uplond_By

🎸🎶🎧ıʂɧɬıąզųɛ🎶🎧🎸☣️

আজকে শুনি আনন্দধ্বনি

পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়

শূণ্য আশার জীবন্ত ভাষায়,

অদূরে দেখেছি প্রানের মোহনা

যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়

অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে

তুমি সেই পূর্ণতা আমার অনুভবে

আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে

ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

Uplond _By

🎸🎶🎧ıʂɧɬıąզųɛ🎶🎧🎸☣️

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে

তুমি সেই পূর্ণতা আমার অনুভবে

আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে

ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে

তুমি সেই পূর্ণতা আমার অনুভবে

আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে

ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

Davantage de Warfaze

Voir toutlogo

Vous Pourriez Aimer

Purnota_Warfaze par Warfaze - Paroles et Couvertures