menu-iconlogo
huatong
huatong
avatar

onko by prometheus

Biplobhuatong
ALi_______🎹🎹huatong
Lirik
Rekaman
দন্ত্য ন না মূর্ধা ণ

কোনটা আসল মন

কান্দে না ঐ দুই চক্ষু

কান্দে দুই নয়ন।

কারে আর মন দিবি তুই,

আর কারে মন দিবি তুই।

কারে আর মন দিবি তুই,

আর কারে মন দিবি তুই।

কেউ আসল জানেনা,

কারো মনের ঠিকানা।

কেউ আসল জানেনা,

কারো মনের ঠিকানা।

দন্ত্য ন না মূর্ধা ণ,

কোনটা আসল মন,

কান্দে না ঐ দুই চক্ষু,

কান্দে দুই নয়ন।

দন্ত্য ন না মূর্ধা ণ,

কোনটা আসল মন,

কান্দে না ঐ দুই চক্ষু,

কান্দে দুই নয়ন।

কিবা চাইলি কিবা পাইলি,কিসে আছে সুখ,

চিনলি না আয়নার মাঝে,নিজেই নিজের মুখ।

কিবা চাইলি কিবা পাইলি,কিসে আছে সুখ,

চিনলি না আয়নার মাঝে,নিজেই নিজের মুখ।

কেউ আসল জানেনা

কারো সুখের ঠিকানা

কেউ আসল জানেনা

কারো মনের ঠিকানা।

দন্ত্য ন না মূর্ধা ণ,

কোনটা আসল মন,

কান্দে না ঐ দুই চক্ষু,

কান্দে দুই নয়ন।

দন্ত্য ন না মূর্ধা ণ,

কোনটা আসল মন,

কান্দে না ঐ দুই চক্ষু,

কান্দে দুই নয়ন।

মন মাজারে আছাড় খাইলি,হারাইলি রে কূল,

সারাজীবন অংক কষলি,ভয় দীর্ঘু কার ভূল।

মন মাজারে আছাড় খাইলি,হারাইলি রে কূল,

সারাজীবন অংক কষলি,ভয় দীর্ঘু কার ভুল।

কেউ আসল জানেনা

কার ভুলের ঠিকানা

কেউ আসল জানেনা

কারো মনের ঠিকানা।

দন্ত্য ন না মূর্ধা ণ,

কোনটা আসল মন,

কান্দে না ঐ দুই চক্ষু,

কান্দে দুই নয়ন।

দন্ত্য ন না মূর্ধা ণ,

কোনটা আসল মন,

কান্দে না ঐ দুই চক্ষু,

কান্দে দুই নয়ন।

কারে আর মন দিবি তুই,

আর কারে মন দিবি তুই।

কারে আর মন দিবি তুই,

আর কারে মন দিবি তুই।

কেউ আসল জানেনা,

কারো মনের ঠিকানা।

কেউ আসল জানেনা,

কারো মনের ঠিকানা

দন্ত্য ন না মূর্ধা ণ,

কোনটা আসল মন,

কান্দে না ঐ দুই চক্ষু,

কান্দে দুই নয়ন।

দন্ত্য ন না মূর্ধা ণ,

কোনটা আসল মন,

কান্দে না ঐ দুই চক্ষু,

কান্দে দুই নয়ন।

দন্ত্য ন না মূর্ধা ণ,

কোনটা আসল মন,

কান্দে না ঐ দুই চক্ষু,

কান্দে দুই নয়ন।

Selengkapnya dari Biplob

Lihat semualogo

Kamu Mungkin Menyukai