হারানো হিয়ার নিকুঞ্জ পথে
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতার মলিন ফুলদল।
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতার মলিন ফুলদল।
বৃথায় সেথা হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবস জামি
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
এলে অবেলায় পথিক বে’ ভুল
বিধিছে কাঁটায় নাহি যবে ফুল
এলে অবেলায় পথিক বে’ ভুল
বিধিছে কাঁটায় নাহি যবে ফুল
কি দিয়ে বরণ করিও চরণ
নিভিছে জীবন জীবনস্বামী
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি...